৩৮ বছর বয়সী মেসি বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের ১৯৪তম ম্যাচ খেললেন জাতীয় দলের হয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের রাতে জোড়া গোল করে আন্তর্জাতিক গোলসংখ্যাও দাঁড় করালেন ১১৪-তে। তবে ম্যাচের আগেই ইঙ্গিত দিয়েছিলেন— এটাই হয়তো দেশের মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক উপস্থিতি।স্কালোনির ইকুয়েডর সফরের দলে থাকছেন না তিনি। আর ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, সেটাও এখনো অনিশ্চিত। মেসির নিজের মুখেই শোনা গেল দ্বিধার সুর— ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। মৌসুমটা শেষ করব, এরপর প্রাক-মৌসুম, তারপর ছয় মাস পরে শরীর-মন কী অবস্থায় থাকে দেখে সিদ্ধান্ত নেব। আশা করি এমএলএস মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারব, এরপর সামনে কী করব ঠিক করব।’৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন সব— কোপা আমেরিকা, ফাইনালিসিমা, আর সর্বশেষ ২০২২ বিশ্বকাপ। এখন প্রশ্ন কেবল, তিনি কি শেষ...