জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় নির্বাচনে চট্টগ্রামে বিজয়ের মাঠ তৈরিতে নেতৃবৃন্দকে কঠোর পরিশ্রম করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কোনো ধরনের আত্মতুষ্টি বা অলসতার সুযোগ নেই। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দলটির চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীলদের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি দেওয়ানবাজারস্থ মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শাহজাহান বলেন, বিজয়ের জন্য নগরীর প্রতিটি ওয়ার্ড, মহল্লা এবং ভোট কেন্দ্রভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা এবং নির্বাচনী প্রচারণায় কৌশল প্রয়োগ করা অত্যন্ত জরুরি। জনগণের আস্থা ও সমর্থন অর্জন করতে হলে নেতাকর্মীদের ত্যাগ, পরিশ্রম এবং সততার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল...