জামানত আড়াইগুণ বাড়ানোসহ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আনা বেশ কয়েকটি সংশোধনী নির্বাচন প্রক্রিয়াকে ‘জটিল করে তুলবে’ বলে মন্তব্য করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সংসদকে ‘কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত’ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন কর্তৃক আরপিও সংশোধনের মাধ্যমে জামানত বাড়ানোসহ অনেকগুলো প্রস্তাব করা হয়েছে। এর ফলে নির্বাচনকে জটিল ও সাধারণ মানুষের প্রার্থী হওয়া অসম্ভব করে তুলবে।” জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং নির্বাচনী ব্যয়সীমা ভোটার প্রতি ১০ টাকা হারে ন্যূনতম ৫০ লাখ থেকে সর্বোচ্চ ৭৮ লাখ করার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, “ধনীদের জন্য সহজ এবং সাধারণ মানুষের জন্য প্রার্থী হওয়া কঠিন করে তোলা হয়েছে। এর ফলে বাস্তবে...