বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ইতিহাসে জার্মানির প্রথম হারের পেছনে কেউ কেউ আন্টোনিও রুডিগারের দায় দেখছেন। স্লোভাকিয়ার দুটি গোলের পেছনেই ছিল তার মারাত্মক ভুলের ভূমিকা। ঘুরে দাঁড়াতে ড্রেসিংরুমে তিনি সতীর্থদের দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার তাগিদ। ব্রাতিস্লাভায় বৃহস্পতিবার রাতে ২-০ ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে জার্মানি। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা। বাছাইয়ে ১০৪তম ম্যাচে এটি জার্মানির চতুর্থ হার। প্রতিযোগিতামূলক ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি টানা তৃতীয় হার। ম্যাচে খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ নাগেলসমান। ফুঁসছেন ফুটবলাররাও। বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে রুডিগার ড্রেসিংরুমে ব্যক্তিগতভাবে সতীর্থদের সঙ্গে কথা বলেন। এতে তিনি একতায় জোর দিয়েছেন। “আমাদের এখন অবশ্যই দল হিসেবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকেই আমরা এই অবস্থা থেকে বের হতে পারব। কেবল আমরাই আমাদের সাহায্য করতে পারি, আর কেউ...