স্পেনের জার্সিতে এখন খেলছেন একসঙ্গে। কদিন পরই চ্যাম্পিয়ন্স লিগে লামিনে ইয়ামালের মুখোমুখি হবেন মার্ক কুকুরেইয়া। বার্সেলোনার তরুণ সেনসেশনকে কীভাবে থামাবেন চেলসির ডিফেন্ডার? কুকুরেইয়া বললেন, ইয়ামালকে যতটা সম্ভব নিষ্ক্রিয় রাখার চেষ্টা থাকবে তার। জাতীয় দলের সতীর্থের দক্ষতা ও সামর্থ্যের প্রশংসা করার পাশাপাশি তাকে নিয়ে একটু মজাও করেছেন কুকুরেইয়া। মজার ছলে বলেছেন, স্পেন দলে ফিরতে না পারার ভয়ে তো ইয়ামালকে আহতও করতে পারবেন না। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে এবার বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। আগামী নভেম্বরের শেষ দিকে ইংলিশ ক্লাবটির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হবে লড়াই। সবকিছু ঠিকঠাক থাকলে সেদিন ইয়ামালকে আটকে রাখার দায়িত্ব পড়তে পারে সাবেক বার্সেলোনা ডিফেন্ডার কুকুরেইয়ার কাঁধে। ইয়ামালের মতো তিনিও বেড়ে উঠেছেন কাতালান ক্লাবটির একাডেমি লা মাজিয়াতে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বৃহস্পতিবার বুলগেরিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে খেলেছেন ইয়ামাল ও কুকুরেইয়া।...