গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে, রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এ দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। হাজিরপাড়া হামিদিয়াউচ্চবিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি অনেক রক্ত দিয়েছে। ১৭ বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি রক্ত দিতে ভয় পায় না। বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয়, নিজ পরিচয়ে থেকেই, শহীদ জিয়ার পরিচয়ে থেকেই, বিএনপির পরিচয়ে থেকেই রক্ত দেয়। রক্ত আরও দেবো আমরা, কিন্তু আমরা কোন...