ঢাকা:আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না, এটা ছেঁচড়া, টাউট বাটপার ডাকাতের দল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে রাজনীতিতে বয়ান বনাম বয়ানের রাজনীতি বিষয়ক এককালাপ শিরোনামে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন জিয়াউর রহমান তৈরি করেছেন। দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সব শক্তিকে নিয়ে একটা রাজনৈতিক ফেনোমেনা তৈরি করতে হবে। সেই ফেনোমেনায় সব রাজনীতি থাকবে। মাল্টিপার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। চতুর্থ সংবিধান সংশোধনী, বাকশাল যা যা করেছে সবকিছুই জিয়াউর রহমান আনডু করলেন। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের বিএনপির একটা ন্যারেটিভ আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভ আছে। প্রত্যেকটি ন্যারেটিভের একটা কিছু ব্যক্তি আছে, হিরো...