ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার জয়রথে যুক্ত হলো নতুন ইতিহাস। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজকীয় এক পারফরম্যান্সে লিওনেল মেসির দুর্দান্ত ডাবল এবং লাউতারো মার্টিনেজের ঝলকে ৩-০ গোলে সহজ জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরি থেকে সেরে লম্বা সময় পর জাতীয় দলে ফেরেন লাউতারো। দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে মাঠে নেমেই গোলের দেখা পান ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ৭২ মিনিটে নামার মাত্র তিন মিনিট পর মেসির ফ্রি-কিক থেকে আসা নিকো গঞ্জালেসের নিখুঁত ক্রসে ডাইভিং হেডারে গোল করেন তিনি।আরো পড়ুন:ইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ডরং শনাক্ত করে বিশ্ব রেকর্ড গড়লো টিয়া পাখি এই গোলেই তৈরি হয় নতুন রেকর্ড। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে (৩২ গোল) ছাড়িয়ে দেশের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন লাউতারো। তার গোলসংখ্যা এখন ৩৩। অথচ ম্যারাডোনার চেয়ে...