শীর্ষনিউজ, ঢাকা:রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হামলা ও ভাঙচুর শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একদল যুবক কার্যালয়ে ঢুকে কাঁচের দরজা-জানালা ভাঙচুর করে। পরে তারা কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হামলা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার দাবি জানান। এদিকে হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড...