ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী, যারা ফ্যাসিবাদের শক্তি হিসেবে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর উত্তরখান শাহ কবির (র.) মাজার প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পিআর পদ্ধতি বলে কিছু নেই উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, দু-একটি রাজনৈতিক দল ইচ্ছে করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। অথচ বিএনপিসহ দেশের মানুষ গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে...