প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলা স্পেনকে একই রূপে দেখা গেল না দ্বিতীয় ভাগে। কিছুটা খেই হারিয়ে ফেলেছিল তারা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, বুলগেরিয়ার বিপক্ষে দুই অর্ধে দুই রকমের পারফরম্যান্সে কিছুটা হতাশ তিনি ও তার খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বৃহস্পতিবার শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা বুলগেরিয়ার বিপক্ষে একচেটিয়া আধিপত্য করে স্পেন। ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় তারা। তিনটি গোলই হয় প্রথমার্ধে। ম্যাচের পঞ্চম মিনিটেই স্প্যানিশদের এগিয়ে নেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। আট মিনিট পর তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার মিকেল মেরিনো। দ্বিতীয়ার্ধে যে খারাপ খেলেছে স্পেন, তা নয়। কিন্তু প্রথমার্ধের সেই ধার, গতি কিছুটা কমে যায় তাদের। কয়েকটি সুযোগ হাতছাড়াও হয় তখন। পারফরম্যান্সে এই ধারাবাহিকতার অভাব ভালো লাগেনি দে লা ফুয়েন্তের। তবে এর পেছনের...