নিউ জিল্যান্ডের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলার তিন বছর পার হওয়ার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন রস টেইলর। তবে এ বার তিনি নামছেন জন্মভূমি নয়, মাতৃভূমির প্রতিনিধিত্ব করতে। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া–ইস্ট এশিয়া প্যাসিফিক বাছাইপর্বে সামোয়ার হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেইলর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “এটা এখন অফিসিয়াল। আমি নীল জার্সি গায়ে সামোয়ার প্রতিনিধিত্ব করব। এটা কেবল ক্রিকেটে ফেরার সুযোগ নয়, বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার এক বিশাল সম্মান।”আরো পড়ুন:ফের আলোচনায় বিসিবি নির্বাচন, গানম্যান চাইলেন সভাপতিইতিহাস গড়লেন ব্রিটজকে, ওয়ানডেতে রেকর্ডের পর রেকর্ড ফের আলোচনায় বিসিবি নির্বাচন, গানম্যান চাইলেন সভাপতি ৪১ বছর বয়সী টেইলরের মা সামোয়ার অধিবাসী হওয়ায় তার এই দলে খেলার সুযোগ তৈরি হয়েছে। ২০২২ সালের এপ্রিলে নিউ জিল্যান্ডের হয়ে...