যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিশানায় এবার ভারত-রাশিয়া-চীন 'সখ্য'। ট্রুথ স্যেশালে ট্রাম্প লিখেছেন, “মনে হচ্ছে আমরা ভারত-রাশিয়াকে গভীর, অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি। তারা একসঙ্গে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলুক সেই কামনা করি।” এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে একথা বলেন ট্রাম্প। পোস্টে তিনি শি, মোদী ও পুতিনকে একসঙ্গে দেখা যাচ্ছে এমন একটি ছবিও শেয়ার করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বেইজিং ও মস্কোর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে শি ২০টির বেশি অ-পশ্চিমা দেশের নেতাদের স্বাগত জানান। সেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ভারতের...