২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে চার দিনের প্রি-সেল উইন্ডোতে বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে মাত্র ১০০ রুপি (প্রায় ১.১৪ ডলার), যা আইসিসি আয়োজিত কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম। তুলনা করলে দেখা যায়, আগের আসর ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে শিশুদের জন্য টিকিটের দাম ছিল ৭ নিউজিল্যান্ড ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ১৭ নিউজিল্যান্ড ডলার। ভারতীয় মুদ্রায় যা যথাক্রমে প্রায় ৩৫০ রুপি (৪.৪৫ ডলার) ও ৮৫০ রুপি (১০ ডলার)। অর্থাৎ এবারের টিকিটের দাম আগের চেয়ে প্রায় সাড়ে আট গুণ কম। এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ দিয়ে। অংশ নিচ্ছে...