প্রায় চার বছর পর পর্দায় এসেছে ‘কনজুরিং’ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্সটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় শুক্রবার থেকে ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’ সিনেমার ৩৯টি শো চলবে। মাইকেল শ্যাভস পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফারমিগা, যারা প্যারানরমাল তদন্তকারী। লেখক এড ও লরেন ওয়ারেন হিসেবে দেখা যাবে মিয়া টমলিনসন ও বেন হার্ডিকে। এবারের সিনেমাটি ১৯৮৬ সালের স্মার্ল পরিবারে ঘটে যাওয়া অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যায়, পেনসিলভানিয়ার ওয়েস্ট পিটস্টনের স্মার্ল পরিবারে অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটে। দম্পতি জ্যাক ও জ্যানেট স্মার্ল তাদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনে, যা সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, এমনকি তারা একটি বইও লেখেন।...