মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক একসময় খুব ভালো ছিল। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। শুক্রবার, (০৫ সেপ্টেম্বর ২০২৫) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তার মতে, ব্যক্তিগত বন্ধুত্ব কোনও দেশকে ট্রাম্পের ‘সবচেয়ে খারাপ’ নীতির হাত থেকে রক্ষা করতে পারবে না— এ থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। সংবাদমাধ্যমটি বলছে, বোল্টনের এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থার মুখোমুখি হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও নয়াদিল্লির প্রতি ক্রমাগত সমালোচনা এ সংকট আরও গভীর করেছে। ব্রিটিশ গণমাধ্যম এলবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোল্টন বলেন, “ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিগত সম্পর্কের চোখ দিয়েই দেখেন। তার যদি ভ্লাদিমির পুতিনের সঙ্গে...