সরকার চলতি বছর কৃষিখাতে ৩৯ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করবে বলে জানিয়েছেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সচিব বলেছেন, ‘আমাদের অনেক উদ্যোক্তা আছেন, যারা সহায়তার কথা বলেন। তাদের জন্য সরকার এ বছর কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে। এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করবো প্রকৃত উদ্যোক্তা হওয়ার জন্য কাদের সহায়তা প্রয়োজন। আমরা তাদের সহায়তা করার চেষ্টা করবো।’ গতকাল বৃহস্পতিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এ সেমিনার হয়। কৃষি সচিব জানান, আলুচাষিদের সহায়তার জন্য সরকার এবারই প্রথম হিমাগার ফটকে আলুর মূল্য নির্ধারণ...