০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার চার দিনের চীন সফর শেষে তেহরানে ফিরেছেন।তার বহুল-প্রত্যাশিত এই সফরে প্রাধান্য পেয়েছে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি। ইরানিরা ইসরাইল যুদ্ধপরবর্তী দেশটির প্রেসিডেন্টের এই সফর ইরানের জন্য কী আনতে পারে তার ওপর বেশি মনোযোগ দিলেও, বিশ্বের অন্যান্য অংশে এসসিও শীর্ষ সম্মেলন এবং ভারতের মোদি ও শি-এর ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ফলে পেজেশকিয়ান তার চীন সফরে গুরুত্বপূর্ণ অনেক কাজ সেরেছেন যা আড়ালেই থেকে গেছে। গলা ফাটানো চীন সফর শেষে খালি হাতে দেশে ফিরে মোদি যখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তখন পেজেশকিয়ানের এই সফর থেকে প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন ইরানিরা। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট চার দিনের সফরে বেইজিংয়ে দ্বিতীয়...