চলচ্চিত্র ও রাজনীতির মিলনক্ষেত্র আবারও আলোচনার ঝড় তুলল। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতাতে যান অপু বিশ্বাস। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার পর হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া নায়িকা বিতর্কের জন্ম দিয়েছে। এবার বিষয়টি আরও চটকদার করলেন চিত্রনায়িকা পরীমণি। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসটিতে পরীমণি নির্দিষ্টভাবে কারোর নাম লিখেননি। তবে নেটিজেনরা একমত- স্ট্যাটাসটি সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত...