রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চলছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর এই ঘটনা ঘটে।আরো পড়ুন:জাতীয় যুব সংহতির আহ্বায়ক জুয়েল, সদস্য সচিব পাভেলগণঅধিকারের মিছিল থেকে খুলনায় জাপা কার্যালয়ে হামলা জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এটা অগণতান্ত্রিক। মবের রাজনীতি চলছে।” প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।পরে পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন তার। এরপরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে, হামলার আধা ঘণ্টা পর...