গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের সময় শারীরিক অবস্থার অবনতি হলে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে রাজধানীর মহাখালীর একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন গুণী এই সংগীতশিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম। এদিকে চিকিৎসকদের বরাতে জানা যায়, তাঁর শারীরিক অবস্থা এখনো জটিল। কিডনি সমস্যার পাশাপাশি শ্বাসকষ্টসহ আরও নানা জটিলতায় ভুগছেন তিনি। ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম নিমেরি উপল চ্যানেল আই অনলাইনকে জানান, ডায়ালাইসিসের পর আম্মার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করাতে হয়। গত কয়েক মাসে একাধিকবার আইসিইউতে ভর্তি করতে হয়েছে ফরিদা পারভীনকে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যায় ভুগছেন। শরীর দুর্বল থাকায় হাঁটা বা দাঁড়ানোও তাঁর জন্য কষ্টকর হয়ে উঠেছে।...