০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম ইউরোপ অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে জয় দিয়ে বাছাই শুরু করেছে স্পেন ও বেলজিয়াম। বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপে ব্রাতিস্লাভায় স্বাগতিক স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ডেভিড হান্সকো ও দ্বিতীয়ার্ধে ডেভিড স্ত্রেলেচে গোল করে স্লোভাকিয়াকে জয় পাইয়ে দেন। বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির এটি চতুর্থ হার। এর আগে ১৯৮৫ সালে পর্তুগাল, ২০১১ সালে ইংল্যান্ড এবং ২০২১ সালে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরেছিল জার্মানরা। এছাড়া এই প্রথম বিশ্বকাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচ হারল জার্মানি। এই গ্রুপের অন্য ম্যাচে উত্তর আয়ারল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। আগামী রোববার উত্তর আয়ারল্যান্ড-জার্মানি মুখোমুখি হবে। ‘ই’ গ্রুপে সহজ জয় পেয়েছে স্পেন। বুলগেরিয়াকে ৩-০...