০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ড গ্রেট টস টেইলর। তবে এবার তাকে মাঠে দেখা যাবে তার মায়ের দেশ সামোয়ার জার্সি গায়ে। সামোয়ার পাসপোর্ট আছে টেইলরের মায়ের। সেই সূত্রে ৪১ বছর বয়সে মাঠে ফিরতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক বাছাইয়ের জন্য শুক্রবার ১৫ জনের দল দিয়েছে সামোয়া। সেখানে রয়েছে টেইলরের নাম। আগামী অক্টোবরে ওমানে অনুষ্ঠিত হবে এই বাছাই। মায়ের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করার জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টেইলর। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেই অনুভূতি। “এটা আনুষ্ঠানিক-আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, নীল জার্সিটি পরব এবং ক্রিকেটে সামোয়ার প্রতিনিধিত্ব করব। কেবল আমার পছন্দের খেলায় প্রত্যাবর্তনের বিষয় নয়, এটা তার চেয়েও...