পরিবেশের সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে উদ্যোক্তাদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যৌথভাবে এ আয়োজন করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো), বাংলাদেশ। প্রতিযোগিতার আওতায় প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক উদ্যোগের ধারণা দিলে একজন উদ্যোক্তা ১ লাখ টাকা পুরস্কার পাবেন। এতে সহায়তা দিচ্ছে নরওয়ে দূতাবাস। নির্বাচিত উদ্যোক্তাদের মোট ৫৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশন ও ইউনিডো, বাংলাদেশের এ উদ্যোগে সহায়তা দেবে নরওয়ে দূতাবাস। এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, প্রাথমিকভাবে সারাদেশ থেকে আবেদনকারী উদ্যোক্তাদের মধ্যে থেকে নারী, শিক্ষার্থী, গবেষক, বেসরকারি সংস্থা এবং বর্জ্য...