তদন্ত এখনো চলছে। তবে পুলিশ জানিয়েছে, প্রথমে ভুক্তভোগী নারী আশিসসহ একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। পরে তিনি শুধু আশিসের নামেই অভিযোগ দেন।সম্পর্ক টিকিয়ে রাখার ৩ পরামর্শ দিলেন আমির খানঅভিযোগকারী দাবি করেছেন, এই ঘটনার ভিডিও তোলা হয়েছিল। তবে পুলিশ এখন পর্যন্ত এমন কোনো ভিডিও প্রমাণ পায়নি। মেডিকেল রিপোর্ট এখনো হাতে আসেনি বলেও জানিয়েছে পুলিশ।সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পার্টির সময় আশিস ও ওই নারী একসঙ্গে টয়লেটে ঢোকেন। অনেকক্ষণ বাইরে না আসায় দরজায় ধাক্কা দিতে থাকেন অতিথিরা। এরপর বাইরে বেরিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি সোসাইটির গেট পর্যন্ত গড়ায়।নারীর অভিযোগ, পরে আশিসের এক বন্ধুর স্ত্রী তার ওপর হামলা চালান ও মারধর করেন।আশিস কাপুর ভারতের ছোট পর্দার পরিচিত অভিনেতা। তিনি অভিনয় করেছেন সরস্বতীচন্দ্র, চাঁদ ছুপা বাদল মে, লাভ ম্যারেজ...