রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাসে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে এ সমাবর্তন হবে। এতে সভাপতিত্ব করার জন্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়েছে- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এর ৯(১) ধারা অনুযায়ী এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে মনোনীত/অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। চিঠিতে অনুষ্ঠানের সময়সূচি ও কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার জন্য আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবের দপ্তরে জরুরিভিত্তিতে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা প্রথম সমাবর্তনকে...