বিশ্বের ৪ হাজারেরও বেশি বিজ্ঞানী, যাদের মধ্যে আছেন ১৪ জন নোবেল বিজয়ী ও ৫ জন ফিল্ডস মেডেলজয়ী, গাজায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ খবর দিয়েছেইন্ডিয়ান এক্সপ্রেস। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে গভীরভাবে মর্মাহত। কৃত্রিম খাদ্য সংকট মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে—এটা একেবারেই অসহনীয়।’ আরও পড়ুনআরও পড়ুনগাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে সাড়ে ৬ লাখ শিশু বিবৃতিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাতিসংঘে ইসরাইলের প্রতিনিধি ড্যানি দ্যাননের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা এতে আরও উল্লেখ করেছেন, ‘গাজায় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা, শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা পর্যন্ত না থাকা, বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের অধিকার ও জীবনের প্রতি উদাসীনতা আমাদের হতবাক...