আগের ছয়বারের চেষ্টায় কখনোই এশিয়ান কাপের বাছাইপর্ব পেরোতে সক্ষম হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ভিয়েতনামে সেই ‘প্রথমে’র লক্ষ্যে স্বাগতিকদের বিপক্ষে এবারের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। বুধবার ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে বাংলাদেশকে হারিয়ে দেয় ভিয়েতনাম। ওই হার থেকে ঘুরে দাঁড়িয়ে কাল বিকেল তিনটায় একই মাঠে ইয়েমেনের বিপক্ষে দ্বিতীয় কথা বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবেন মোরসালিন-মিচেলরা। নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে আছে ইয়েমেন। ইয়েমেনের বিপক্ষে ম্যাচ নিয়ে কঠোর প্রত্যয়ী অধিনায়ক শেখ মোরসালিনও। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি। ইয়েমেনের শক্তি ও দুর্বলতা নিয়ে অনুশীলনের আগে ভিডিও সেশনে আমরা কাজ করেছি। আমি মনে করি কাল আমাদের ডু অর ডাই ম্যাচ। আমাদের দলের সবার মানসিকতাও এখন শুধু জয়ের দিকে। আমরা টিম মিটিংয়েও সেই...