সাম্প্রতিক সময়ে জাতীয় দলের মিডিয়াম্যান হিসেবেই দেখা মিলছে জামাল ভূঁইয়ার। কোচের ঘোষিত স্কোয়াডের অধিনায়ক হিসেবে নাম থাকে জামালের, অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনেও আসেন তিনি। কিন্তু মাঠের খেলায় সেই অধিনায়ককেই সময় কাটাতে হয় বেঞ্চে বসে। বাংলাদেশের সবশেষ তিন ম্যাচের দুটিতেই দেখা গেছে এমন চিত্র। এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে বেঞ্চে বসে পুরোটা সময় কাটিয়েছেন জামাল। আরও একটি ম্যাচ সামনে। আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রশ্ন উঠছে, এবার কি মাঠে নামতে পারবেন জামাল? আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন জামাল ভূঁইয়া। সেখানে তাকে মুখোমুখি হতে হল এমন প্রশ্নের। তিনি অবশ্য উত্তর ঠেলে দিলেন কোচের দিকে। জামাল বলেন, ‘আমি খেলব কি খেলব না, সেটা আমার হাতে নেই। সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে অবশ্যই একজন...