আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌজাহাজের ওপর দিয়ে ভেনেজুয়েলার দুইটি সামরিক বিমান উড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে ‘অত্যন্ত প্ররোচণামূলক’ ঘটনা বলে উল্লেখ করেছে। এতে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে এমন প্ররোচনামূলক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ জেসন ডানহামের ওপর দিয়ে ভেনেজুয়েলার যুদ্ধবিমানগুলো উড়ে গেছে। বিষয়টিকে ‘মাদকবিরোধী সন্ত্রাস দমন অভিযানে হস্তক্ষেপের চেষ্টা’ বলে আখ্যায়িত করেছে পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পেন্টাগন জানায়, ‘আজ আন্তর্জাতিক জলসীমায় মাদুরো প্রশাসনের দুইটি সামরিক বিমান একটি মার্কিন নৌজাহাজের কাছ দিয়ে উড়ে গেছে।’ ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর অভিযানে বাধা বা হস্তক্ষেপের কোনো চেষ্টা না করার বিষয়ে পেন্টাগন জোরালোভাবে তাদের সতর্ক করেছে। মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে...