নিজস্ব প্রতিবেদক : রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ইউরোপে পা রাখার আগে জাতীয় দলে তার অভিষেক হয়ে গিয়েছিল। তবে এবারই প্রথমবারের মতো লিওনেল স্ক্যালোনির শুরুর একাদশে জায়গা পেলেন তিনি। আর অভিষেক ম্যাচেই পেলেন জীবনের সবচেয়ে বড় স্বপ্ন—মেসির সঙ্গে মাঠে নামা। তবে সেই স্বপ্নময় রাতেই এক মুহূর্তের ভুলে লিওনেল মেসির ঝাড়ি হজম করতে হয়েছে তাকে। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মাস্তানতুয়োনো ও মেসি। এক পর্যায়ে আক্রমণের সময় মেসিকে পাস না দিয়ে নিজেই গোলের জন্য শট নেন মাস্তানতুয়োনো, যা চলে যায় পোস্টের উপর দিয়ে। এতে রেগে যান মেসি। অভিজ্ঞতা আর গেম সেন্সের জায়গা থেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনার ব্যাখ্যায় স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে মাস্তানতুয়োনো বলেন:"সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল!...