০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম প্রথম ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয়বারের মত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে সুযোগ লঙ্কানদের সামনে। সেই লক্ষ্য নিয়ে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। এদিকে, সিরিজে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না স্বাগতিক জিম্বাবুয়ে। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। গত বুধবার হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারায় শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেটের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ইনিংসের ১৯তম ওভারে আউট হবার ১২টি চারে ৫৭ বলে ৮১ রান করেন বেনেট। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন...