শীর্ষনিউজ ডেস্ক:ভারতের মুম্বাইয়ে হোয়াটসঅ্যাপে একাধিক বিস্ফোরণের হুমকি বার্তা পাওয়ার পর নগরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। দেশের আর্থিক রাজধানীতে আগামীকাল গণেশ উৎসবের সমাপনী অনুষ্ঠানকে ঘিরেই এই হুমকি আসে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনটিতে বলা হয়, ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ বসানো হয়েছে, যা পুরো শহরকে নাড়িয়ে দেবে বলে হুমকি বার্তায় বলা হয়েছে। ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বৃহস্পতিবার এ হুমকি আসে, আনন্ত চতুর্দশীর জন্য শহরজুড়ে নিরাপত্তা নিশ্চিতের চেষ্টার মুহুর্তে এ হুমকি আসে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শনিবার দশদিনব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি ঘটবে।বার্তা প্রেরক নিজেকে ‘লস্কর-ই-জিহাদি’ পরিচয় দিয়ে জানিয়েছে, পাকিস্তান থেকে ১৪ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণে ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করা হবে, যা ‘এক কোটি মানুষকে হত্যা করতে পারে’ বলে দাবি করা হয়। হুমকি পাওয়ার পর মুম্বাই...