নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট--৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তুলনামূলক কম মৌলভিত্তির 'বি' ক্যাটাগরির চারটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য বড় মুনাফা বয়ে এনেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইনটেক অনলাইন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। স্টকনাও এ তথ্য জানিয়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক অনলাইনের। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬০.৬৪ শতাংশ, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এরপর রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ারের দাম বেড়েছে ২৬.৯৭ শতাংশ। এই দুই কোম্পানি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়া, সপ্তাহের ব্যবধানে বিবিএস কেবলসের দর বেড়েছে ১৮.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্স এর দর বেড়েছে ১৮.৩৬ শতাংশ। এই দুটি কোম্পানি যথাক্রমে ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৯ম...