বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান ভ্যাট সংযোজনের বিষয়টি কার্যকর না করলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তখন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। বর্তমান বাস্তবতা হলো, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো সরকার টিকে থাকতে পারে না। শুক্রবার বিকালে সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান। সভা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়। মঈন খান বলেন, “আমার বাবা সাইফুর রহমানের সহকর্মী ছিলেন, পরে আমিও তাঁর সহকর্মী হই। এটি আমার জন্য পরম সৌভাগ্য। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। তাঁকে...