গড়কড়ি অনেক দিন থেকেই পেট্রল ও ডিজেলের সঙ্গে ইথানল মেশানোর পক্ষে সওয়াল করে আসছেন। বলছেন, তাতে গাড়ি চালানোর খরচ যেমন কমবে, তেমনই বায়ুদূষণ রোধে একটা বড় পদক্ষেপ করা যাবে। যত শতাংশ ইথানল পেট্রল–ডিজেলে মেশানো হবে, জৈব জ্বালানির ব্যবহার ততটাই কম হবে। ফলে আনুপাতিক হারে দূষণ কমবে। ইথানলের হয়ে গড়কড়ির ওই সওয়ালের দরুন সরকার পেট্রল–ডিজেলে ২০ শতাংশ ইথানল মেশানো বাধ্যতামূলক করেছে। বিতর্কের সৃষ্টি তা নিয়েই। বিতর্ক তিনটি বিষয়কে কেন্দ্র করে। আখ, ভুট্টা ও গম থেকে ইথানল প্রস্তুত করা হয়। পেট্রল–ডিজেলের চেয়ে ইথানল অনেক সস্তা। ২০১৮ সাল থেকে গড়কড়ি ইথানলের হয়ে সওয়াল করে আসছেন। তাঁর দাবি ছিল, ইথানল মেশানো হলে পেট্রল–ডিজেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ৫৫ ও ৫০ টাকায় বিক্রি করা যাবে। ঘটনা হলো, ২০ শতাংশ ইথানল মেশানো বাধ্যতামূলক করা হলেও পেট্রল ও...