ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই হুমকি এসেছে বলে জানায় হিন্দুস্তান টাইমস। পিটিআইয়ের খবরে বলা হয়েছে, রুপেশ মাধুতক রানপিসে নামের ওই ব্যক্তি রোববার বিকালে আনুমানিক ৪টার দিকে পুলিশ হেল্পলাইনে ফোন করে কালোয়া রেলওয়ে স্টেশনে বোমা রাখার কথা জানিয়েছিলেন বলে রেলওয়ে পুলিশের (জিআরপি)। আগস্টে দক্ষিণ মুম্বাইয়ের গিরগাঁও এলাকায় ইসকনের একটি মন্দিরও ই-মেইলে বোমা হামলার হুমকি পেয়েছিল। কিন্তু পুরো মন্দির তল্লাশি শেষে ওই হুমকি ভুয়া প্রমাণিত হয়। এক কর্মকর্তা জানান, ২২ আগস্ট সন্ধ্যায় একটি দাপ্তরিক ইমেইল আইডিতে আসা ওই ইমেইলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। অনন্ত চতুর্দশীর প্রাক্কালে ‘লস্কর-ই-জিহাদ’ নামে একটি সংগঠন এ হামলার হুমকি দিয়েছে জানিয়ে মুম্বাই পুলিশ শহরজুড়ে নিরাপত্তা বাড়ানোর কথা নিশ্চিত করেছে।পুলিশ জানিয়েছে, কোটিখানেক লোককে হত্যায় ‘মানব বোমা’ বহন করা ৩৪টি গাড়ি ৪০০ কেজি আরডিএক্সের বিস্ফোরণ ঘটাবে বলে হুমকিবার্তায় দাবি করা...