মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশিসহ ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময় সারা দেশে ৯ হাজার ৫০০টি অভিযান চালানো হয়, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। আটক অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশির সংখ্যা বেশি। তাদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়াই ওই দেশে প্রবেশ করেছিলেন। কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতির অপব্যবহার করেছেন। এছাড়া অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অন্যদিকে চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ৩৬...