বহু প্রতিক্ষার পর কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট পাঁচটি জেলার কার্যক্রম চলবে এই কেন্দ্রে। ফলে এই অঞ্চলের মানুষের আর ঢাকায় আসতে হবে না। এতে ভোগান্তি অনেকটাই কমেছে। শুক্রবার এই কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এসময় তিনি বলেন, কুমিল্লা অঞ্চলের মানুষ আর চট্টগ্রাম-গাজীপুর গিয়ে কাগজপত্র আনতে হবে না। পরীক্ষার খাতা জমা দিতে হবে না। অ্যাডমিশন টেস্টের খাতা দেওয়ার জন্য আর দৌড়াতে হবে না। আপনারা কুমিল্লায় বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ করতে পারবেন। এ আঞ্চলিক অফিস কুমিল্লাতে আমাদের আরো আগেই করা দরকার ছিল। উদ্বোধন শেষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উদ্বোধনী সভার পর কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়।...