০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তান ৩১ রানে হারায় স্বাগতিক আরব আমিরাতকে। এই জয়ে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। হেরে যাওয়ায় ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে যায় আরব আমিরাতের। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। ৩ ম্যাচ খেলে সবগুলো হেরেছে আরব আমিরাত। ৭ সেপ্টেম্বর রোববার ফাইনাল অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২তম ওভারে ৮০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এসময় ওপেনার শাহিবজাদা...