জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘কালচারাল কাউন্সিল’ গঠনসহ ৭ দফা ইশতেহার ঘোষণা করেছে সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সাদিয়া রহমান মোহনা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে সংবাদ সম্মলনে নিজের নির্বাচনী অঙ্গীকার ও ইশতেহার তুলে ধরেন তিনি। এ সময় জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমর্থিত প্যানেল ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দেন এ প্রার্থী।মোহনার ৭ দফা ইশতেহারের মধ্যে রয়েছে, সাংস্কৃতিক কার্যক্রমের জন্য স্থায়ী স্থান ও বাজেট নিশ্চিতকরণ, আন্তঃবিভাগ ও আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফ্রেশারসকালচারাল শো চালু, লোকসংস্কৃতি, সাহিত্য ও আধুনিক শিল্পচর্চার সমন্বয়, দেয়ালিকা ও সাংস্কৃতিক পত্রিকা প্রকাশ, মাদকমুক্ত ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি প্যাড কার্ট চালু করা।এছাড়াও টিএসসিতে বিদ্যমান কক্ষ সংকট নিরসন, জাতীয় ও...