আর্জেন্টাইন জাতীয় দলে আসলেই শুরু হয়েছে প্রজন্ম বদলের সুর। মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল মেসি যখন শেষবারের মতো বাছাইপর্ব খেললেন দেশের মাটিতে, ঠিক তখনই তার সতীর্থ নিকোলাস ওটামেন্ডিও জানালেন একই খবর—এটাই আর্জেন্টিনায় তার শেষ নৃত্য।টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওটামেন্ডি বললেন, ‘যদি জাতীয় দলের হয়ে আর কোনো অফিসিয়াল ম্যাচ দেশে না হয়, তবে এটাই আমার শেষ ম্যাচ আর্জেন্টিনায়। দ্য শো মাস্ট গো অন।’নিজের দীর্ঘ পথচলার সারসংক্ষেপ দিতে গিয়ে তিনি যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমরা খারাপ সময়ও পার করেছি, আবার এখন সাফল্যের স্বাদও পাচ্ছি। জাতীয় দলে কখন কী ঘটে বলা যায় না, তাই সবসময় লড়াই চালিয়ে যেতে হয়।’সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে ওটামেন্ডি আবারও লিখলেন সেই একই কথা— ‘দ্য শো মাস্ট গো অন, ডোয়ার্ফ।’ মেসি আর ওটামেন্ডি, দুই অভিজ্ঞ...