ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগ ‘নিউইয়র্ক ডিক্লারেশন’-এ যোগ দিচ্ছে ফিনল্যান্ড। মূলত ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এ ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। ।শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যাল্টোনেন বলেন, এটি বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ। এটি দুই রাষ্ট্র সমাধানের পরিবেশ তৈরিতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এটি ফিনল্যান্ডের বৈদেশিক ও নিরাপত্তা নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।ডিক্লারেশনে গাজার যুদ্ধ শেষ করা, হামাসকে অস্ত্রশূন্য করা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার, ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করার মতো পদক্ষেপ রয়েছে।ভ্যাল্টোনেন বলেন, এটি ঐতিহাসিক কারণ প্রথমবারের মতো আরব দেশগুলো, আরব লীগের মাধ্যমে, ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়ে হামাসকে অস্ত্রশূন্য করার ও গাজার কর্তৃত্ব হস্তান্তরের দাবি তুলেছে। ডিক্লারেশন ৭ অক্টোবর ২০২৩-এর হামাসের হামলা ও ইসরায়েলি বিমান হামলা...