সম্প্রতি ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী আন্দোলনে একজন ডেলিভারি রাইডারের মৃত্যুর পর বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে এবং এর প্রতিক্রিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মানুষ ডেলিভারি অ্যাপের মাধ্যমে সংহতি প্রকাশ শুরু করে। প্রতিবেশী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও থাইল্যান্ডের কিছু নাগরিক জনপ্রিয় অ্যাপ ‘গ্র্যাব অ্যান্ড গোজেক’ ব্যবহার করে ইন্দোনেশিয়ার ডেলিভারি রাইডারদের জন্য খাবার অর্ডার করছেন। দেশটিতে ডেলিভারি রাইডাররা এই বিক্ষোভ প্রদর্শনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছেন। খবর বিবিসির। গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় গোজেক চালক আফফান কুরনিয়াবানের হত্যাকাণ্ডের পর জনরোষ ফেটে পড়ে। বিক্ষোভকারীরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সরকারি ভবনে আগুন দেয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক বৈষম্যের প্রতিবাদে ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে চলমান এই বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে, #SEAblings (দক্ষিণ-পূর্ব এশিয়ার সংক্ষিপ্ত রূপের উপর একটি শব্দ-চাতুরি) হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে...