উচ্চমূল্যের বাজারে স্বল্প আয়ের মানুষেরা যেন এক অদৃশ্য দেয়ালের সামনে দাঁড়িয়ে। প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম তাদের পিঠ ঠেকিয়ে দিচ্ছে দেয়ালে। লাগামহীন দ্রব্যমূল্য কেড়ে নিচ্ছে স্বল্প আয়ের মানুষগুলোর জীবনের স্বাভাবিক ছন্দ। উচ্চমূল্যের এই বাজারে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। একইসঙ্গে অনিশ্চয়তা বাড়ছে তাদের ভবিষ্যৎ নিয়ে। এমনই একজন হাফিজুর রহমান। কাঁচাবাজারে অন্যের মালামাল বহনের কাজ করেন। এই কাজ উনি করছেন আনুমানিক ২৫ বছর ধরে। তার প্রতিদিন গড়ে আয় হয় ৫০০ টাকা। অন্যের বাজার বহন করলেও নিজের বাজার করতে হিমশিম অবস্থায় পড়তে হয় তাকে। নিজের অবস্থার কথা জানিয়ে হাফিজুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫০০ টাকা দিয়ে সংসার কীভাবে চালাই আমি নিজেই জানি না। আল্লাহই চালায় মনে হয়। আমার বাসায় আমার স্ত্রী, মেয়ে, ছেলে, ছেলের বউ থাকে। দুইটা রুম ভাড়া নিয়ে...