ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন বেইজিং একটি নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ওয়াশিংটনের সঙ্গে দিল্লি ও মস্কোর সম্পর্কের টানাপোড়েন চলছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘মনে হচ্ছে আমরা ভারত-রাশিয়াকে গভীর ও অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের সবার একটি দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক!’ এই পোস্টের সঙ্গে তিন বিশ্বনেতার একসঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দেন তিনি। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের...