গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মধ্যে ৩ দিনেই বাজার ঊর্ধ্বমুখী ছিল। আলোচিত সপ্তাহে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক প্রায় ২ শতাংশ বেড়েছে। আর সপ্তাহজুড়ে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশের বাজারদর বেড়েছে। এর কারণে সার্বিক বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। লেনদেনেও গতি বেড়েছে, সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ১৩ শতাংশের বেশি। আর সপ্তাহজুড়ে লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশের বাজারদর বেড়েছে। এর কারণে সার্বিক বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। লেনদেনেও গতি বেড়েছে, সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ১৩ শতাংশের বেশি বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান...