নেইমার দলে নেই। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, তিনি ইচ্ছে করেই সেরা তারকাকে বাইরে রেখেছেন। বাকিদের পরখ করে নিতে চান। এর মধ্যে নেইমারকেও সময় দিতে চান ফিট হতে। নেইমার কি ফিট হয়ে ফিরতে পারবেন? সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। গুরুতর হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০২৫ সালে দরিভাল জুনিয়রের দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে মাঠে নামতে পারেননি। চোটের যে অবস্থা, ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা; তা নিয়ে আছে ঘোর সংশয়। তবে উত্তরসূরীর প্রত্যাবর্তন নিয়ে ভীষণ আশাবাদী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই মহাতারকা নেইমার প্রসঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি এটা শুধু সময়ের ব্যাপার। নামটা নেইমার, এখানে ফেরার প্রশ্ন নেই। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে। আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে।’...