বার্সেলোনায় দারুণ সফল ছিলেন মেসি। সব বড় শিরোপা জিতেছেন একাধিকবার। কিন্তু আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জিততে পারছিলেন না তিনি। এক পর্যায়ে দেশের হয়ে হারেন টানা তিনটি ফাইনাল। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা। হতাশায় এক পর্যায়ে জাতীয় দল থেকে অবসরও নেন মেসি। কিন্তু পরে মন বদল করে ফেরেন আন্তর্জাতিক ফুটবলে। ২০২১ কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। ২৮ বছরের মধ্যে সেটাই ছিল তাদের বড় কোনো শিরোপা। পরের বছর কাতার বিশ্বকাপ জিতে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন মেসি। তার হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে ৩৬ বছর পর। গত বছর কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। এই তিন বড় শিরোপার প্রথমটি জয়ের পর থেকে বার্সেলোনার মতো ভালোবাসা আর্জেন্টিনায় পেতে শুরু করেন মেসি। বিশ্বকাপ জয়ের পর তাকে নিয়ে...