বলিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী শিল্পা শেঠি বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। এবার জানা গেছে, স্বামী রাজ কুন্দ্রা মুক্তহস্তে দান করছেন। অকাতরে উড়াচ্ছেন টাকা। পাঞ্জাবের বাসিন্দাদের অবস্থা দেখে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন রাজও। জেলে থাকাকালীন তার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেতে চলেছে রাজ কুন্দ্রার প্রযোজনা সংস্থার দ্বিতীয় সিনেমা ‘মেহর’। কেবল দেশে নয়, বিদেশেও মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। এ সিনেমার প্রথম দিনে যে পরিমাণ অর্থ সংগ্রহ হবে, সেই টাকা তিনি বন্যাকবলিত পাঞ্জাবে দান করবেন বলে ঘোষণা দিয়েছেন। রাজের এহেন উদ্যোগ মন কেড়েছে সামাজিক মাধ্যমের নেটিজেনদের মাঝে। বেশিরভাগ ক্ষেত্রেই রাজের কাজকর্ম নেটিজেনদের খুব একটা মনে ধরে না। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটল। শিল্পপতিকে সাধুবাদ জানিয়েছেন অনেক নেটিজেন।...